আপনাদেরও জানা দরকার, টিকা নেওয়ার অধিকার যেমন আমাদের আছে, তেমনি না-নেওয়াও আমাদের অধিকার। ছলে, বলে, কৌশলে, বিজ্ঞানের নামে, পাণ্ডিত্যের নামে, কারুর স্বার্থের নামে, কোনো জবরদস্তি আমরা সইব না।
- টিকাকরণ বাধ্যতামূলক করা চলবে না।
- যে-অচলাবস্থা চালু আছে, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
- সমস্ত স্কুল, কলকারখানা, ট্রেন-বাস চালু করতে হবে, নিঃশর্তে।
- সম্মানজনক শর্তে বেঁচে থাকাটা আমাদের অধিকার। জীবিকার অধিকার কেড়ে নেওয়া চলবে না।
- যতদিন না দেশের একশো শতাংশ মানুষের কম্পিউটার, মোবাইল-এর বন্দোবস্ত হচ্ছে, সকলে সেগুলো ঠিকভাবে ব্যবহার করতে শিখছে, ততদিন সবকিছুকে অনলাইন করার ফিকির বন্ধ করতে হবে।