১৬ই এপ্রিল, ২০২৩
মালঞ্চ হাই স্কুল, হালিশহর
দ্বিতীয় সম্মেলনে গৃহীত কর্মসূচী
জনস্বাস্থ্য মোর্চার দ্বিতীয় সম্মেলনে যে কর্মসূচি গৃহীত হয়েছিল তার কিছু পরিমার্জনা ও পরিবর্ধনের প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাব অনুসারে এই পরিবর্ধিত কর্মসূচী তৈরি করা হয়েছে। এই পরিবর্ধিত কর্মসূচির মূল বক্তব্যের সাথে দ্বিতীয় সম্মেলনে গৃহীত কর্মসূচির বিষয়গত ফারাক অতি সামান্য।
আমরা একটা নয়া বিশ্ব ব্যবস্থার মধ্যে দিয়ে চলেছি। এর ফলে এক নতুন দৃষ্টিভঙ্গি, এক নতুনতর ব্যবস্থার উদ্ভব হচ্ছে, যেখানে নামে-বেনামে বহুজাতিক শিল্পনিগমগুলি কার্যত রাষ্ট্রকে পরিচালনা করছে। এই ব্যবস্থা সম্পদ এবং ক্ষমতা মুষ্ঠিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত হওয়ার যুগপৎ কারণ এবং ফলাফল। বিগত দুই বছর ধরে বিভিন্ন ঘটনাক্রমে এটি প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। এটাও ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, আমাদের এমন এক নতুন-পৃথিবীর-কানুনে থাকতে হবে, যেখানে অধিকাংশ মানুষ তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, স্বাধীনতা ও মর্যাদাসম্পন্ন জীবনধারণের মৌলিক অধিকার থেকে আরও বঞ্চিত হবে।